7.3 C
New York
Monday, October 27, 2025

অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মংলায় যৌথ অভিযান

খুলনা প্রতিনিধি, চলমান সময়

মংলায় যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে।  

রবিবার বিকাল ৫টার দিকে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, জনসাধারণের অধিকার রক্ষা, হয়রানি রোধ এবং সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড। এরই অংশ হিসেবে নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে জিএস ট্রাভেলস, ইভান পরিবহন, বিএম লাইন ও রয়েল পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় এসব পরিবহনের যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে অভিযুক্ত পরিবহন প্রতিনিধিদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার মুচলেকা নেওয়া হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

চলমান সময়/১৬জুন/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর