26.3 C
New York
Monday, September 15, 2025

প্রেজেন্টেশন সেরেমনিতে আসেননি সালমান আগা

অধিনায়কের অনুপস্থিতির ব্যাখ্যা দিলেন কোচ

এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান। তবে এই ম্যাচের ফলকে ছাপিয়ে গেছে ভারতীয়দের কাণ্ড। ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলায়নি ভারতীয়রা। তাদের এই আচরণকে ‘অখেলোয়াড়সুলভ’ বলে আখ্যা দিয়েছেন এসিসি ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। আর ম্যাচের পর প্রেজেন্টেশন সেরেমনিতে অনুপস্থিত ছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।
ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা করমর্দন এড়িয়ে যাওয়ার প্রেক্ষিতে ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন সেরেমনিতে অনুপস্থিত ছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা (ডানে)। ছবি: এক্স
ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা করমর্দন এড়িয়ে যাওয়ার প্রেক্ষিতে ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন সেরেমনিতে অনুপস্থিত ছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা (ডানে)। ছবি: এক্স
খেলার সময়

২ মিনিটে পড়ুন
গতকাল (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেট ও ২৫ বল হাতে রেখে হারিয়েছে ভারত। টস জিতে ব্যাটিং নেয়া পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২৭ রান তুলতে সমর্থ হয়, যা ভারত ১৫.৫ ওভারেই টপকে যায়।

১৬তম ওভারের পঞ্চম বলে ছক্কা মেরে ম্যাচের সমাপ্তি টানেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। এরপর সতীর্থ শিভম দুবের সঙ্গে মুষ্ঠি ঠুকে জয় উদযাপন করে সরাসরি ড্রেসিং রুমে ফেরেন। ডাগআউটে নিজেদের সতীর্থদের সঙ্গে করমর্দন করলেও পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে কোনো আলাপ বা করমর্দন হয়নি। অন্যদিকে, সবুজ জার্সিধারীরাও নিজেদের মধ্যে করমর্দন সেরে মাঠ ছাড়েন।

আরও পড়ুন: ভারতের আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী: নাকভি

সাদা বলে পাকিস্তানের কোচ মাইক হেসন ভারতীয় ক্রিকেটারদের ‘করমর্দন’ এড়িয়ে যাওয়ার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে হেসন বলেন, পাকিস্তানের খেলোয়াড়রা খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখতে করমর্দনের জন্য প্রস্তুত ছিল, কিন্তু ভারতীয়রা মাঠ ছেড়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যায়।

তিনি বলেন, ‘অবশ্যই, আমরা ম্যাচ শেষে করমর্দনের জন্য প্রস্তুত ছিলাম। হতাশাজনক যে প্রতিপক্ষ তা করল না। আমরা এগিয়ে গিয়েছিলাম করমর্দনের জন্য, কিন্তু তারা তখনই ড্রেসিংরুমের পথে রওনা দিয়েছে।’

আরও পড়ুন: পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর কারণ জানালেন সূর্যকুমার

তিনি আরও যোগ করেন, ‘এভাবে ম্যাচ শেষ হওয়া হতাশাজনক। আমরা নিজেদের খেলা নিয়ে সন্তুষ্ট নই, কিন্তু আমরা অবশ্যই করমর্দনের জন্য প্রস্তুত ছিলাম।’

হেসন পাকিস্তান অধিনায়ক সালমান আগার ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় (প্রেজেন্টেশন সেরিমনি) অনুপস্থিত থাকার বিষয়টিকেও এই ঘটনার সঙ্গে যুক্ত করেছেন। তিনি ব্যাখ্যা করেন, ‘আমার মনে হয় এটি ঘটনার ধারাবাহিক প্রভাব ছিল। আমরা ম্যাচ শেষে করমর্দনের অপেক্ষায় ছিলাম, সেটা হয়নি, আর সেখানেই ব্যাপারটা শেষ।’
চলমান সময়/পিএস/১৫ সেপ্টেম্বর

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর