22.9 C
New York
Thursday, July 10, 2025
spot_img

অনলাইন জিডি সেবা চালু হলো রাজশাহী ও রংপুর রেঞ্জে

বাংলাদেশ পুলিশের ডিজিটাল সেবা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী ও রংপুর রেঞ্জের অধীন সকল জেলা এবং রাজশাহী ও রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানায় সকল ধরনের অনলাইন জিডি সেবা চালু হয়েছে।

বৃহস্পতিবার থেকে চালু হওয়া এই সেবার মাধ্যমে এখন থেকে দুই বিভাগের মোট ১৫১টি থানায় ঘরে বসেই যেকোনো ধরনের জিডি করা যাবে। আগে অনলাইনে শুধুমাত্র হারানো বা প্রাপ্তি সংক্রান্ত সাধারণ ডায়েরি করার সুযোগ থাকলেও এখন থেকে সব ধরনের জিডি—যেমন হুমকি, মারামারি, প্রতারণা বা নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ ইত্যাদিও অনলাইনে জমা দেওয়া যাবে।
বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর শাখার এআইজি ইনামুল হক সাগর জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ইতোমধ্যেই ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম রেঞ্জ এবং সংশ্লিষ্ট মেট্রোপলিটন এলাকাগুলোর সকল থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল থানাতেই এ সেবা চালু হবে বলে জানানো হয়েছে।ঢাকার রেস্তোরাঁ

সেবাটি ব্যবহারের জন্য গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি (Online GD)’ অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন একবার করলেই ভবিষ্যতে তা পুনরায় করতে হবে না। যে কেউ রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে গিয়ে সমস্যায় পড়লে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজভাবে পুলিশি সেবা পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

চলমান সময়/১০জুলাই/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর