31.3 C
New York
Sunday, July 6, 2025
spot_img

অলিম্পিয়ানদের সম্মাননা দিলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক, চলমান সময়

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় ঢাকায় অনুষ্ঠিত হলো “অলিম্পিক ডে ২০২৫” এর এক বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

“Let’s Move” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই র‍্যালির মূল উদ্দেশ্য ছিল শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা এবং ক্রীড়ার মাধ্যমে সুস্থ-সবল জাতি গঠনে উৎসাহিত করা।

আজ মঙ্গলবার সকালে র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘অলিম্পিক আন্দোলনের মূল চেতনা হচ্ছে ঐক্য, সৌহার্দ্য এবং সুস্থতা – এ লক্ষ্যেই আমাদের এই আয়োজন।’

সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শিক্ষা ভবন, বাংলাদেশ সচিবালয়, জিরো পয়েন্ট ও জিপিও অতিক্রম করে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং প্রায় দুই হাজারের বেশি ক্রীড়াপ্রেমী মানুষ।

একইসাথে দেশের সাতটি বিভাগীয় শহরেও স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোর সহায়তায় একযোগে র‍্যালি আয়োজন করা হয়।

র‍্যালি শেষে জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পারফর্ম করে বাংলাদেশ সেনাবাহিনীর অর্কেস্ট্রা দল। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান উপস্থিত অলিম্পিয়ানদের মাঝে বিশেষ সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করেন।

অংশগ্রহণকারীরা এই আয়োজনকে ‘উৎসবমুখর ও প্রাণবন্ত’ বলে অভিহিত করেন এবং এই মহতী উদ্যোগের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চলমান সময়/২৪জুন/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর