31.3 C
New York
Sunday, July 6, 2025
spot_img

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টানা ব্যর্থতায় ৯ থেকে ১০ এ নেমে গিয়েছিল টাইগাররা। শনিবার শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ফেরার ম্যাচে সুখবরও এসেছে। পুরোনো জায়গায় ফিরেছে বাংলাদেশ। আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে এখন নয় নম্বরে মেহেদী হাসান মিরাজের দল।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে শুধু আত্মবিশ্বাসই ফিরেনি, র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তদের। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ দল।

মে মাসে সর্বশেষ এক বছরের পারফরম্যান্সকে শতভাগ এবং আগের দুই বছরের ফলাফলের ৫০ শতাংশ বিবেচনায় র‌্যাংকিং হালনাগাদ করে আইসিসি। ৭৬ রেটিং পয়েন্টে ১০ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। এবার করেছে পূনরুদ্ধার।

বাংলাদেশের এই উন্নতিতে পরোক্ষভাবে লাভবান হয়েছে পাকিস্তানও। কারণ শ্রীলঙ্কার রেটিং হ্রাস পাওয়ায় শীর্ষ পাঁচে অবস্থান রক্ষা করতে পারছে বাবর আজমরা। র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান এখনও শীর্ষে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

সিরিজের শেষ ম্যাচে জয় পেলে বাংলাদেশ আরও রেটিং বাড়িয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবে এমনটাই আশা করছে দেশের ক্রিকেটপ্রেমীরা।

চলমান সময়/৬জুলাই/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর