নিজস্ব প্রতিবেদক, চলমান সময়
দীর্ঘ ১৬ বছর ধরে কারাবন্দি রয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির উপদেষ্টা এবং কুমারখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির।
আওয়ামী লীগ সরকার পতনের দশ মাস চলে গেলেও আইনি মারপ্যাচে বিএনপির এই নেতা কারামুক্ত হতে পারছেন না। গত ১৬ বছরের মতো এবারের কোরবানির ঈদেও তাকে কারাগারে (কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২) বন্দি কাটাতে হচ্ছে।
হুমায়ুন কবিরের পরিবার ও তার দলের নেতাদের অভিযোগ, রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে কারাগারে আটকে রাখা হয়েছে।
বিএনপি বলছে, বর্তমান সরকারের উচিত হুমায়ুন কবিরকে মুক্তির জন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করা। কারণ, তিনি শারীরিকভাবে ভীষণ অসুস্থ এবং জরুরি ভিত্তিতে তার সুচিকিৎসা প্রয়োজন। ফ্যাসিস্ট সরকারের আমলে হুমায়ুনকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হলেও এখনো দোসরদের মিথ্যা মামলায় তাকে কারাবন্দি থাকতে হচ্ছে।
জানা গেছে, ২০০৯ সালের ৭ মার্চ রাজধানীর কাওলায় সংঘটিত একটি হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে হুমায়ুন কবিরকে জড়ানো হয়। এর পেছনে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।



