18 C
New York
Tuesday, September 2, 2025

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীর যৌন নিপীড়নের অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. রুবেল আনসারের বিরুদ্ধে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ জানিয়েছেন এক ছাত্রী। অভিযোগে বলা হয়েছে, শিক্ষক ব্যক্তিগত প্রশ্ন, অশালীন প্রস্তাব এবং একান্ত সাক্ষাতের চাপ দিয়ে যৌন সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন।

ভুক্তভোগী ছাত্রী গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। কেন্দ্রের সভাপতি মোছা তাসলিমা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমাদের কাছে অভিযোগ এসেছে। ইতিমধ্যে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি কমিটির প্রধান।”

অভিযোগপত্রে ছাত্রী উল্লেখ করেছেন, অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে প্রফেসরের সঙ্গে কথোপকথনের সময় তিনি অস্বস্তিকর মন্তব্য ও প্রস্তাব পেয়েছেন। এরপর শিক্ষক তাকে ঘন ঘন মেসেজ করেন, ব্যক্তিগতভাবে দেখা করতে চাপ দেন এবং এমনকি বলেছিলেন, “আমি তোমাকে চাই।” অভিযুক্তের আচরণে ভয়ে ছাত্রী গাড়ি থেকে নেমে আত্মরক্ষা করতে বাধ্য হন।

ভুক্তভোগী কালের কণ্ঠকে বলেন, “এই ঘটনার পর আমি গভীর ট্রমায় ভুগেছি, একা একা কাঁদতাম ও ভয় পেতাম। নতুন পরিবেশে কাউকে বলতে পারিনি।” তিনি অভিযোগ করার সাহস পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসির কমিশন ঘোষণার পর।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত জানান, “অভিযোগ এসেছে এবং তদন্ত চলমান। তদন্ত কমিটির সদস্য হিসেবে আমি এই প্রক্রিয়ায় আছি, তাই এর বেশি মন্তব্য করতে পারছি না।”

অভিযোগ অস্বীকার করে প্রফেসর ড. রুবেল আনসার বলেন, “এমন কোনো ঘটনা ঘটেনি। অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তবে ওই ছাত্রী অসুস্থ থাকায় তার বাবা আমাকে একবার কল দিয়েছিলেন। সব শিক্ষার্থীই আমার কাছে সমান।”

চলমান সময়/১৪আগষ্ট/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর