গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
মৃতরা হলো- হলো জুনায়েদ ও আব্দুল মোমিন। তারা বাগান বাড়ী এলাকায় বাবা মায়ের সাথে থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চলমান সময়/৬ জুলাই/পিএস