7.3 C
New York
Monday, October 27, 2025

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে সন্ধ্যা ৭টার দিকে জানান স্টেশন মাস্টার।

গাজীপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী।

তবে এর মধ্যে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে সন্ধ্যা ৭টার দিকে জানান স্টেশন মাস্টার।

তিনি বলেন, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন বিকালে টাঙ্গাইলের মির্জাপুর পার হয়। কিছুদূর যাওয়ার পর মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশনের মাঝামাঝি জায়গায় পৌঁছলে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

এই রেল রুটে ঢাকা থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন হলেও এরপর থেকে সিঙ্গেল লাইন রেলপথ। ফলে ট্রেনটি বিকল হলে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর