31.3 C
New York
Sunday, July 6, 2025
spot_img

চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট বাতিল

বিশ্ব সময় ডেস্ক, চলমান সময়

মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে এসব দেশে পরিচালিত সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে।

সোমবার (২৩ জুন) মধ্যরাতে এক যৌথ বিবৃতিতে এসব দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নাগরিক, অধিবাসী ও ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোতে যাতায়াতকারী সব ফ্লাইটই স্থগিত থাকবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঢাকা থেকে ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, বর্তমান পরিস্থিতির কারণে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনগামী সব ফ্লাইট আপাতত বন্ধ থাকবে।

এতে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে পরিচালিত বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্সের কার্যক্রমে। বাতিল করা ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ ও গালফ এয়ার-এর নির্ধারিত ফ্লাইটগুলো।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে, নির্ধারিত যাত্রার আগেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে। পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছে তারা।

উল্লেখ্য, সোমবার রাতে কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই ওই অঞ্চলে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। এরপর একে একে দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, যার প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার ফ্লাইট কার্যক্রমেও। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থাগুলো।

চলমান সময়/২৪জুন/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর