26.7 C
New York
Saturday, September 6, 2025

ডাকসু নির্বাচনে ভোটার ৩৯,৯৩২ জন, রোকেয়া হলে সর্বাধিক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার (৩০ জুলাই) ঘোষিত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯,৯৩২ জন।

এদের মধ্যে ছাত্র রয়েছেন ২০,৯০৪ জন এবং ছাত্রী ১৯,০২৮ জন। ফলে ভোটারদের মধ্যে ৫২ শতাংশ ছাত্র এবং ৪৭ শতাংশ ছাত্রী।

ছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন রোকেয়া হলে—৫,৬৭৬ জন। এরপর রয়েছেন কবি সুফিয়া কামাল হলে—৪,৪৯৫ জন, শামসুন নাহার হলে—৪,০৯৮ জন, ফজিলাতুন্নেছা মুজিব হলে—২,৬৫১ জন এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে—২,১০৮ জন।

ছাত্রদের মধ্যে সর্বাধিক ভোটার জগন্নাথ হলে—২,২৫৪ জন। এরপর রয়েছেন শহীদুল্লাহ হলে—২,০১৭ জন, বিজয় একাত্তর হলে—২,০১৩ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে—১,৯৬১ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে—১,৭৩৫ জন, ফজলুল হক মুসলিম হলে—১,৭৭৯ জন, শেখ মুজিবুর রহমান হলে—১,৬০০ জন, মাস্টারদা সূর্যসেন হলে—১,৪৯৫ জন, স্যার এ এফ রহমান হলে—১,৪৮০ জন, হাজী মুহাম্মদ মুহসীন হলে—১,৩৯৪ জন, অমর একুশে হলে—১,৩১৯ জন, কবি জসীমউদদীন হলে—১,২৯৮ জন এবং সলিমুল্লাহ মুসলিম হলে—৫৫৯ জন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি জানাতে হলে ৬ আগস্ট বিকাল ৪টার মধ্যে তা জমা দিতে হবে। আপত্তি যাচাই-বাছাই শেষে ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

পরবর্তী সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ চলবে ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট এবং যাচাই-বাছাই হবে ২০ আগস্ট। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট।

২৫ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৬ আগস্ট এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হলগুলোর নোটিশ বোর্ড এবং সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটে খসড়া ভোটার তালিকা পাঠানো হয়েছে।
চলমান সময়/৩১জুলাই/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর