8 C
New York
Monday, October 27, 2025

ডাচ বাংলা ব্যাংকের টিএম বুথে কারখানা শ্রমিককে ধর্ষণ, নিরাপত্তাকর্মী পলাতক

গাজীপুর প্রতিনিধি, চলমান সময়

গাজীপুরের শ্রীপুরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভেতর কারখানা শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা প্রহরী লিটনের বিরুদ্ধে। পুলিশ ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। চাকরির প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৫ জুন) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং মিল সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভেতরের ছোট কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. লিটন ময়মনসিংহ জেলার পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। লিটন মুলাইদ গ্রামের আতাব উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ফাস্ট সলিউশন লিমিটেড নামের একটি নিরাপত্তা প্রহরী নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে দায়িত্বরত আছেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানা গেছে, এটিএম বুথ থেকে টাকা উঠানোর সূত্র ধরে ভুক্তভোগী কারখানা শ্রমিকের সঙ্গে পরিচয় হয় শ্রীপুরের এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলের সামনে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা লিটনের। ভুক্তভোগী কারখানা শ্রমিক স্থানীয় একটি কারখানায় ৬ হাজার টাকা বেতনে চাকরি করতেন। তালহা স্পিনিং মিল নামের কারখানায় ১২ হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লিটন ওই নারী শ্রমিককে তার বাবার মোবাইল ফোনে যোগাযোগ করে গতকাল রোববার সকাল ৬টায় দেখা করতে বলেন। বুথে যাওয়ার পর কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন বলে লিটন বুথের ভেতরে থাকা ছোট্ট একটি কক্ষে ওই নারীকে নিয়ে বসান। এ সময় ভুক্তভোগী ওই নারীর বাবা দুইবার মেয়ের চাকরির বিষয়ে জিজ্ঞেস করলে অভিযুক্ত লিটন তাকে নিশ্চিন্তে থাকতে বলেন। পরে সকাল ৯টার দিকে এটিএম বুথে ভেতরে বসে থাকা ওই নারী শ্রমিককে লিটন ধর্ষণ করে। এরপর বাড়ি গিয়ে ভুক্তভোগী তার বাবাকে ঘটনাটি জানান।

ফাস্ট সলিউশন লিমিটেডের বক্তব্য জানতে প্রতিষ্ঠানের সুপারভাইজার মো. হানিফের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি তা রিসিভি না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ঘটনার পরপরই ভুক্তভোগী নারীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়। ঘটনার পরপরই আসামি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তবে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

চলমান সময়/১৬জুন/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর