21.7 C
New York
Saturday, September 6, 2025

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পন

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে বিজলী আক্তার আমেনা (৩০) নামে গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী।

শনিবার রাতে বন্দরের এনায়েতনগর এলাকায় জাহাঙ্গীর মিয়ার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় আমেনাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বিজলী আক্তার আমেনা কুমিল্লার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে। তাকে হত্যার পর বন্দর থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত স্বামী ইমরান হোসেন।

নিহতের ছোট বোন বৃষ্টি আক্তার বলেন, প্রেমের সম্পর্কের পর ৯ মাস আগে তাদের দুজনের বিয়ে হয়। এটি বিজলীর দ্বিতীয় বিয়ে। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক ও তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হতো। রাতে স্বামী ইমরানের মোবাইল নিয়ে তার ভাগনের সঙ্গে কথা বলে বিজলী। এসময় ইন্টারনেটের ডাটা (মেগাবাইট) নিয়ে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে তাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, পারিবারিক কলহের জেরে গৃহবধূ বিজলীকে কুপিয়ে হত্যা পর বন্দর থানার আত্মসমর্পণ করেছেন স্বামী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চলমান সময়/৬জুলাই/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর