31.1 C
New York
Wednesday, July 9, 2025
spot_img

পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু

বিনোদন ডেস্ক, চলমান সময়

পাকিস্তানের করাচিতে চাঞ্চল্যকর ঘটনা—প্রতিরক্ষা দফতরের আবাসনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হুমাইরা আসগরের পচাগলা মৃতদেহ। পুলিশ জানিয়েছে, অন্তত দুই সপ্তাহ আগেই মৃত্যু হয়েছে তার। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়, তদন্ত চলছে।

৩২ বছর বয়সী হুমাইরা করাচির ডিফেন্স হাউসিং অথরিটি এলাকার একটি ফ্ল্যাটে একা থাকতেন। চলতি বছরের শুরু থেকেই তিনি ফ্ল্যাটের ভাড়া দিচ্ছিলেন না বলে জানিয়েছেন মালিক। দীর্ঘ সময় ভাড়া না পেয়ে আদালতের দ্বারস্থ হন ফ্ল্যাট মালিক। আদালতের নির্দেশে পুলিশ মঙ্গলবার (স্থানীয় সময়) বিকেল ৩টা ১৫ মিনিটে ফ্ল্যাটে পৌঁছে দরজা ভেঙে হুমাইরার দেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, দরজা ও জানালাগুলো ভিতর থেকে বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাইরে থেকে কেউ প্রবেশ করেনি। তবুও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ফরেনসিক টিম তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।

পাকিস্তানি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সইদ আসাদ রজা দেশটির সংবাদমাধ্যমকে জানান, হুমাইরার সঙ্গে দীর্ঘদিন ধরেই কেউ যোগাযোগ করতে পারছিল না। এমনকি আদালতের পক্ষ থেকেও কোনো সাড়া মেলেনি। হুমাইরার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

অভিনেত্রী হুমাইরা আসগর মঞ্চ ও ছোট পর্দায় পরিচিত মুখ ছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শরীরচর্চা ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতেন নিয়মিত। তবে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের পর ইনস্টাগ্রামে আর কোনো পোস্ট করেননি তিনি।

হুমাইরার অকাল মৃত্যু ঘিরে শোক ও রহস্যের ছায়া নেমে এসেছে পাকিস্তানের বিনোদন অঙ্গনে। তদন্তে নতুন তথ্য উদঘাটনের অপেক্ষায় সবাই।

চলমান সময়/৯জুলাই/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর