26.7 C
New York
Saturday, September 6, 2025

পাটুরিয়ায় ঘরমুখো মানুষের চাপ, ঝুঁকি নিয়ে লঞ্চে চড়ছেন অতিরিক্ত যাত্রী


নিজস্ব প্রতিবেদক, চলমান সময়
চাপ বেড়েছে পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাটে। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ছুটছেন যাত্রীরা। পরিবারের টানে তর সইছেনা যাত্রীদের। ফলে ঝুঁকি নিয়েই অতিরিক্ত যাত্রী উঠছেন লঞ্চে। কর্তৃপক্ষের বিশেষ তদারকি না থাকায় লঞ্চ মালিকরাও সুযোগটি কাজে লাগাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রীদের চাপ। দৌলতদিয়া প্রান্ত থেকে লঞ্চ ছাড়তে বেশি সময় নেওয়ায় পাটুরিয়া ঘাটে লঞ্চের সংখ্যা কম। সেই সুযোগকে কাজে লাগিয়ে ঘাট থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে লঞ্চ। কোনো কোনো লঞ্চের ধারণক্ষমতার চাইতে তিনগুণ বেশি যাত্রী নিয়ে পারাপার হচ্ছে
মো. মহিন নামের এক যাত্রী চলমান সময়কে বলেন, ‘আমি ঢাকা থেকে ঝিনাইদহ যাবো। ফেরিতে গেলে অনেক দেরি হবে এর জন্য লঞ্চে যাচ্ছি। লঞ্চে অনেক যাত্রী নিচ্ছেন। তারপরও একটু সময় বাঁচাতে লঞ্চে যাচ্ছি।’

মো. সবুজ মিয়া নামে অপর এক যাত্রী বলেন, ‘আমাদের বাড়িতে যাইতে হবে। লঞ্চে পারলে একটু ঝুঁকি থাকে তবে সময় টা তো কম লাগে। এ কারণেই লঞ্চে পার হচ্ছি।

পাটুরিয়া লঞ্চঘাট পরিচালক পান্নালাল নন্দী জাগো নিউজকে বলেন, ‘যাত্রীর চাপে প্রশাসন ঠেকাতে পারে না। এ কারণে কিছু যাত্রী বেশি যায় লঞ্চে। তাছাড়া লঞ্চের যাত্রী পরিবহনের বিষয়টি বিআইডব্লিউটিএ ও উপজেলা প্রশাসন নির্ধারণ করে। আমাদের যখন বলে তখন আমরা লঞ্চ ছেড়ে দেই।’

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, ‘আমরা সব সময় অভিযান অব্যাহত রেখেছি। আজকে একটি লঞ্চের মালিককে অতিরিক্ত যাত্রী পরিবহন করার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদের আগে ও পরে এ অভিযান অব্যাহত থাকবে।’

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সূত্র জানায়, এ বছর ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি লঞ্চ ও আরিচা-কাজিরহাট নৌরুটে ১৫ লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর