ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বর্তমান চেয়ারম্যান মো. ফখরুল ইসলামের নেতৃত্বে কোম্পানিটি পূর্বের মতো গৌরবময় অবস্থানে ফিরে যাবে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১১টায় কোম্পানির প্রধান কার্যালয়ের রজনিগন্ধা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মোটিভেশনাল প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যের শুরুতে প্রধান অতিথির মো. শহিদুল ইসলাম বর্তমান বোর্ড চেয়ারম্যানসহ সকল পরিচালকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই ক্রান্তিকালেও তাঁরা অসীম সাহস নিয়ে কোম্পানির হাল ধরেছেন। আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এই কোম্পানিটিকে পূর্বের গৌরবময় অবস্থানে নিয়ে যেতে। বর্তমান বোর্ড চেয়ারম্যান মো. ফখরুল ইসলামের নেতৃত্বেই ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী পূর্বের অবস্থানে ফিরে যাবে।’ এমন আশার বাণী শুনিয়েছেন উপস্থিত সকল কর্মকর্তাকে।
তিনি সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা কোনো অনিয়ম ও দুর্নীতিতে জড়াবেন না, প্রশ্রয়ও দেবেন না। কারণ ফারইস্ট চেয়ারম্যান অনিয়ম ও দুর্নীতিকে চরমভাবে ঘৃণা করেন। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সততার সঙ্গে কোম্পানির জন্য কাজ করুন। আপনাদের সততা ও কর্মনিষ্ঠা না থাকলে উন্নতি সম্ভব হবেনা।’
এ সময় কোম্পানির এএমডি আব্দুর রহিম ভুঁইয়া, ঢাকা সাউথ ডিভিশন ইনচার্জ মোজাম্মেল হক শাহীন, ওয়েস্টার্ন রিজিওন ইনচার্জ মোস্তফা জামান হামিদি ও ইস্টার্ন রিজিওন ইনচার্জ হামিদুর রহমান আজাদসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলমান সময়/০১ডিসেম্বর/পিএস



