ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম।
সোমবার (৩০ জুন) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সভাকক্ষে অনুষ্ঠিত সিপিএ’র সিটিজেন চার্টার এর আওতায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় তিনি এ আশ্বাস দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
সূত্র মতে আইডিআরএ চেয়ারম্যান বলেন, দুর্বল ব্যাংকগুলোকে সরকার যেভাবে আর্থিক সহযোগিতা করে সহায়তা করেছিল দেশের বীমা শিল্পেও ঠিক তেমনই একটি সহায়তার জন্য সরকার যেন উদ্যোগ নেয় সে চেষ্টা করা হবে। এসময় তিনি স্থাবর সম্পত্তি বিবেচনায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীকে এখনো একটি শক্তিশালী বীমা কোম্পানি হিসেবে আখ্যায়িত করেন। গ্রাহকদের ভোগান্তি লাঘবে যত শিগগিরই সম্ভব এ উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান বলে সূত্রটি নিশ্চিত করেছে।
এ বিষয়ে জানতে আইডিআরএর চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সঙ্গে তার মুঠোফোনে কয়েকবার কল করার পরও নাম্বারটি ব্যস্ত থাকায় সংযোগ পাওয়া যায়নি।
এর আগে একই সভায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে হওয়া দুর্নীতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে ফারইস্টের সম্পত্তির বিষয়েও অবহিত করেন।
তিনি বলেন, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ হয়েছে। অথচ ভোগান্তিতে পড়তে হয়েছে বর্তমান বোর্ড ও ম্যানেজমেন্টকে। তবে প্রতিষ্ঠানটির এখনো কয়েক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। এটি একটি শক্তিশালী কোম্পানি। এ কোম্পানিকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই।
তার এ বক্তব্য আইডিআরএ চেয়ারম্যান মনোযোগ সহকারে শুনেন। পরবর্তীতে তিনি ফারইস্ট সহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত বীমা শিল্পকে যেন সরকারিভাবে সহায়তা করা হয় সেজন্য চেষ্টা করবেন বলে জানান।
সভায় আইডিআর’র মেম্বার (প্রশাসন) মো. ফজলুল হক, মেম্বার (আইন) তানজিনা ইসমাইল, মেম্বার (নন লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও মেম্বার (লাইফ) মো. আপেল মাহমুদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলমান সময়/৩০জুন/পিএস