রবিবার বিকাল ৪ টায় কোম্পানির প্রধান কার্যালয়ের রজনীগন্ধা অডিটোরিয়ামে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে এ কর্মশালার সমাপ্ত ঘোষণা করা হয়।
কোম্পানির অপারেশন ইনচার্জ ও জোনাল অফিসে কর্মরত দায়িত্বশীল কর্মকর্তারা এ প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহণ করেন।
কোম্পানির ট্রেনিং সেকশন, মানব সম্পদ ও প্রসাশন বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
কোম্পানির ট্রেনিং এন্ড রিচার্জ একাডেমির ইনচার্জ মনির আহমেদ মজুমদারের সঞ্চালনায় ট্রেনিং সেশনের সমাপনী অনুষ্ঠানে কোম্পানির হেড অব আইটি খন্দকার আশিকুর রহমান, এসভিপি রাজিব হাসান ও গ্রুপ ইন্স্যুরেন্স ইনচার্জ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রশিক্ষনার্থীদের উদ্দেশে বিভিন্ন দিক নির্দেশনা মূলক ও অনুপ্রেরনা দায়ক বক্তব্য রাখেন।
চলমান সময়/৬জুলাই/পিএস