নিজস্ব প্রতিবেদক, চলমান সময়:
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শহিদুল ইসলাম।
সোমবার (৩০ জুন) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সভা শেষে শহিদুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠানের বিপুল অর্থ আত্মসাৎ হলেও এখন ভোগান্তিতে পড়তে হচ্ছে বর্তমান বোর্ড ও ম্যানেজমেন্টকে। তবে প্রতিষ্ঠানটির এখনো কয়েক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। এটি একটি শক্তিশালী কোম্পানি, দুর্বল নয়।”
তিনি বলেন, “নজরুল-খালেকসহ যারা অতীতে দুর্নীতিতে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে কোম্পানির পক্ষ থেকে মামলা করা হয়েছে। কিন্তু এখনো আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আইডিআরএর ভূমিকা নিয়েও অনেকের অসন্তোষ রয়েছে।”
সিইও শহিদুল ইসলাম আরও বলেন, “বর্তমানে একটি চক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কোম্পানিকে খাটো করে দেখানোর অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে জানাতে চাই—ফারইস্ট আজও দৃঢ় অবস্থানে আছে এবং আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হচ্ছে।”
শহিদুল ইসলাম জানান, বর্তমান পরিচালনা পর্ষদের দক্ষ নেতৃত্বে ফারইস্ট পুনরায় ঘুরে দাঁড়াচ্ছে এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে।
এসব বিষয়ে তিনি নিয়ন্ত্রক সংস্থাটিকে অবগত করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
আর আগে গত ২৫ জুন সন্ধ্যায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনে (বিআইএ) লাইফ বীমার সিইও গণকে নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ফারইস্ট নিয়ে একই মন্তব্য করেন।
সভায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসলাম আলম ও সংস্থাটির সদস্যগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চলমান সময়/৩০জুন/পিএস