বিজিবির অভিযান: টেকনাফে পিস্তল, মর্টার শেল ও আর্জেস গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চলমান সময়

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী বিলাসীর দ্বীপ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। অভিযানে একটি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড রাইফেলের গুলি, তিনটি ৬০ মি.মি. মর্টার শেল, চারটি আর্জেস হ্যান্ড গ্রেনেডসহ দুইটি বডিসেট ফিউজ এবং তিনটি অতিরিক্ত ফিউজ উদ্ধার করা হয়।

সোমবার রাত পৌঁনে একটার দিকে বিজিবি সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) হোয়াইক্যং সীমান্তে অস্ত্র চোরাচালানের তথ্যের ভিত্তিতে টহল কার্যক্রম জোরদার করে। রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে হোয়াইক্যং বিওপি’র নায়েক নুর হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল বিলাসীর দ্বীপ এলাকায় জঙ্গলের মধ্যে অভিযান পরিচালনা করে এ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করে।

অভিযানে কোনো অপরাধী বা সহযোগীকে আটক করা না গেলেও তাদের সনাক্তকরণ ও আইনের আওতায় আনার জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেয়া হয়েছে। এছাড়াও মর্টার শেল ও আর্জেস হ্যান্ড গ্রেনেড ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

চলমান সময়/২৩জুন/পিএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here