7.3 C
New York
Monday, October 27, 2025

বিশ্বে বাজারে বাড়লেও, দেশে জ্বালানির দাম বাড়ানোর চিন্তা নেই: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চলমান সময়

যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও দেশে এখনই জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আপাতত আগের দামেই জ্বালানিসহ প্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে; তবে যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার।

তিনি বলেন, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সার ও জ্বালানির দামসহ বিভিন্ন আমদানি পণ্যে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হরমুজ প্রণালি সম্পর্কে উপদেষ্টা বলেন, এ ছাড়া প্রণালি বিশ্ববাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ রুট, তবে সরকার আশা করে এ যুদ্ধ দীর্ঘায়িত হবে না ।

প্রসঙ্গত শুক্রবার (১৩ জুন) ইরানে হামলা চালায় ইসরায়েল। প্রাথমিকভাবে তেহরানের উত্তর-পূর্বদিকে বেশ কয়েকটি বড় বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

এই হামলার পর অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম একলাফে ৯ শতাংশ বেড়েছে, যা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে।

চলমানসময়/১৭জুন/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর