7.3 C
New York
Monday, October 27, 2025

ভৈরব রেলস্টেশন থেকে যুবক আটক, পিস্তল ম্যাগাজিন উদ্ধার

ভৈরব প্রতিনিধি, চলমান সময়

ভৈরব রেলওয়ে স্টেশন থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। সোমবার রাতে রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

আটক হওয়া মো. শামীম (২২) কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার ভাটি ঘাগড়া এলাকার মো.আব্দুল আজিজের ছেলে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে শামীম নামের ওই যুবক সন্দেহজনকভাবে দীর্ঘক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল। বিষয়টি প্লাটফর্মে দায়িত্বে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ সদস্যদের নজরে আসে। তারা তাকে আটক করে চৌকিতে নিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে লোহার তৈরি পুরনো পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভৈরব চৌকির ইনচার্জ হাসান মাহমুদ বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত সদস্যরা একজন যুবকের গতিবিধি সন্দেহজনক মনে করেন। তাকে আটক করে তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও ম্যাগাজিন জব্দ করা হয়। তাকে ভৈরব রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।’

চলমান সময়/২৪জুন/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর