24.4 C
New York
Wednesday, September 3, 2025

মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২০ দোকান পুড়ে ছাই

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৫ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সাবরেজিস্ট্রার অফিসসংলগ্ন দলিল লেখকপট্টিতে আগুন লাগে। এতে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ২০টি দোকান, যার মধ্যে ছিল দলিল লেখার দোকান, মুদি দোকান, টি-স্টল, খাবার হোটেল, ভ্যারাইটিজ স্টোর ও ফটোকপির দোকান।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর বেশিরভাগই ছিল স্থানীয় ছোট ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে দলিল লেখকসহ অনেকেই তাদের দীর্ঘদিনের জীবিকা ও বিনিয়োগের ওপর নির্ভর করতেন। আগুনে তাদের সবকিছু ছাই হয়ে গেছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট হিসাব নির্ধারণ না করা গেলেও ধারণা করা হচ্ছে, এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার সম্পদ ধ্বংস হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, রাতে কেউ না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
চলমান সময়/৬ জুলাই/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর