22.3 C
New York
Thursday, July 10, 2025
spot_img

মেসির ইতিহাস গড়ার দিনে জিতলো মিয়ামি

বুধবার রাতে ফক্সবোরো ম্যাসাচুসেটসে আবারও জোড়া গোল করলেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামির হয়ে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে দুই গোল করে ২-১ ব্যবধানে ম্যাচ জেতান তিনি।

এ জয়ের ফলে এমএলএসে টানা দ্বিতীয় জয় তুলে নিলো মিয়ামি। এতেই ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে মেসিরা। অন্যদিকে নিউ ইংল্যান্ড টানা দ্বিতীয় ম্যাচে হারলো এবং সর্বশেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখেনি।

সর্বশেষ দুই ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করেছেন মেসি। তিনি এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি টানা চার ম্যাচে একাধিক গোল করেছেন এবং প্রতিটিতেই তার দল জয় পেয়েছে।

মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচ দিয়ে জোড়া গোল করা শুরু হয় মেসির। এরপর কলম্বাস এবং ফের মন্টিয়লের বিপক্ষে জোড়া গোলের পর নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষেও দুই গোল করে ইতিহাস গড়েন।

মেসি ছাড়া কেউই এর আগেই টানা ৪ ম্যাচে জোড়া গোল করতে পারেননি। আর্জেন্টাইন তারকার এমন দারুণ পারফরম্যান্সে টানা পাঁচ ম্যাচ ধরে অপরাজিত আছে মায়ামিও। জয় চারটিতে, একটি ম্যাচ ড্র।

ম্যাচে প্রথমার্ধেই এসেছে গোল দুটি। জিলেট স্টেডিয়ামে ২৭ মিনিটে করা গোলটি আসে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে। দ্বিতীয় গোলটি করেন সার্জিও বুস্কেটসের লং পাস ধরে দারুণ ফিনিশিংয়ে ম্যাচের ৩৮ মিনিটে।

মেসির প্রশংসায় পঞ্চমুখ ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, ‘আমি সব সময় বলি, লিও একজন অনন্য ফুটবলার। আমার মতে, ফুটবলের ইতিহাসের সেরা সে-ই। এই বয়সেও যেভাবে সে পারফর্ম করছে, তা যেন কল্পনারও বাইরে। আমরা ভাগ্যবান, লিও আমাদের দলে আছে।’
চলমান সময়/১০জুলাই/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর