দেশের শীর্ষ শিল্পগ্রুপ ‘মোশারফ গ্রুপ’ ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে গ্রুপ বীমা চুক্তি সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকালে মোশারফ গ্রুপের প্রধান কার্যালয়ে উভয় কোম্পানির মধ্যে এ চুক্তি সম্পাদন করা হয়।
মোশারফ গ্রুপের পক্ষে কোম্পানির চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এসময় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর গ্রুপ ইন্স্যুরেন্স ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক মিয়া এবং মোশারফ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম জানান, “চলতি বছর ৯ ফেব্রুয়ারি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে মোশারফ গ্রুপের কর্ণধার মো. মোশারফ হোসেনের কাছে গ্রুপ বীমা বিষয়ক একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। দীর্ঘদিন যাচাই বাছাইয়ের পর আজ ৮ জুলাই মোশারফ গ্রুপ ফারইস্টের সঙ্গে এ চুক্তি সম্পাদন করেছে।
চলমান সময়/৮জুলাই/পিএস