23 C
New York
Sunday, July 6, 2025
spot_img

যুদ্ধবিরতির আগে তীব্র হামলায় কাঁপছে তেলআবিব-তেহরান

বিশ্ব সময় ডেস্ক, চলমান সময়

‘ইসরায়েল ও ইরানের মধ্যে চুক্তি হয়েছে- আগামী ৬ ঘণ্টার মধ্যে একটি পূর্ণ এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে ইরান ও ইসরাইল তাদের চলমান চূড়ান্ত অভিযান সম্পন্ন করবে। এরপর ১২ ঘণ্টা পর যুদ্ধ শেষ হিসেবে বিবেচনা করা হবে।’ এই ছিল ট্রাম্পের ঘোষণা।

তবে এই ঘোষনা বাস্তবায়নের আগেই উভয় পক্ষ তীব্র হামলা চালিয়েছে একে অপরের বিরুদ্ধে। নিক্ষেপ করা মিসাইরে তীব্র শব্দে কেঁপে উঠছে তেলআবিব ও তেহরান শহর। তারা পাল্টাপাল্টি হামলা আরও জোরদার করেছে। ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের খবর পাওয়া যায় বিবিসির সংবাদে।

ইসরায়েলে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী।

মঙ্গলবার (২৪ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

তেহরানের বাসিন্দারা বিবিসিকে জানান, তারা তেহরানের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, শহরের বিভিন্ন অংশে বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। ইসরায়েলি হামলার বর্ণনা দিতে গিয়ে একজন বলেন, আরেকটি ঘুমহীন রাত।

তেহরানের একজন নাগরিক জানান, ১৩ জুনের পর আজ রাতে সবচেয়ে তীব্র বিমান প্রতিরক্ষা সংঘর্ষ দেখা গেছে।

এর আগে ইসরায়েল তেহরানের বিভিন্ন অংশ থেকে সেখানকার বাসিন্দাদের ‘অবিলম্বে’ সরে যেতে তিনটি সতর্কতা জারি করেছিল।

তবে মঙ্গলবার (২৪ জুন) ভোর ৪টার দিকে বিস্ফোরণ বন্ধ হয়ে যায় বলে বিবিসিকে জানান কিছু বাসিন্দা।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসরায়েলকে আক্রমণ বন্ধ করার জন্য ভোর ৪টা পর্যন্ত সময়সীমা দেন।

ওদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করা হয়েছে এবং এটি প্রতিহত করতে কাজ করছে তারা।

ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা পাওয়ার পর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়।

এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প লেখেন, ‘সবাইকে অভিনন্দন! ইসরাইল এবং ইরানের মধ্যে চুক্তি হয়েছে- আগামী ৬ ঘণ্টার মধ্যে একটি পূর্ণ এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে ইরান ও ইসরাইল তাদের চলমান চূড়ান্ত অভিযান সম্পন্ন করবে। এরপর ১২ ঘণ্টা পর যুদ্ধ শেষ হিসেবে বিবেচনা করা হবে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা চালাবে না।

তবে ইসরায়েলের তরফে এখনো কোনো বিবৃতি আসেনি।

গত ১৩ জুন ইসরায়েল কোনো উসকানি ছাড়াই একতরফা হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনা ও দেশটির শীর্ষ কর্মকর্তাদের ওপর। ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামী রেভল্যুশনারি গার্ড কর্পসের প্রধানসহ শীর্ষ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হন।

এরপর থেকে এই দুই দেশের মধ্যে সংঘাত চলছে। এরপর গত রোববার ভোরে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলাকে ‘বড় ধরনের ধ্বংসযজ্ঞ ও সফল অভিযান’ বলে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের এই হামলার পর তেহরান ওই অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থকে বৈধ লক্ষ্যবস্তু করার ঘোষণা দেয়। সোমবার সিরিয়া, ইরাক ও কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা এল।

চলমান সময়/২৪জুন/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর