বিশ্ব সময় ডেস্ক, চলমান সময়
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি করেছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি। খবর বিবিসির।
নাম প্রকাশ না করে একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ফার্স জানায়, ইরান এখনো কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি।
খবরে আরও বলঅ হয়, দোহায় মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর নিজেদের ‘অপমান’ থেকে ‘মানুষের দৃষ্টি’ সরাতে আমেরিকার এই প্রচেষ্টা।
সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসির সঙ্গে সম্পর্কিত।
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান ওই অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থকে বৈধ লক্ষ্যবস্তু করার ঘোষণা দেয়। সোমবার সিরিয়া, ইরাক ও কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেণাস্ত্র হামলা চালায় ইরান।
এরপর চরম এক উত্তেজনা ও আশঙ্কার মধ্যে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প লেখেন, ‘সবাইকে অভিনন্দন! ইসরাইল এবং ইরানের মধ্যে চুক্তি হয়েছে- আগামী ৬ ঘণ্টার মধ্যে একটি পূর্ণ এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে ইরান ও ইসরাইল তাদের চলমান চূড়ান্ত অভিযান সম্পন্ন করবে। এরপর ১২ ঘণ্টা পর যুদ্ধ শেষ হিসেবে বিবেচনা করা হবে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা চালাবে না। তবে ইসরায়েলের তরফে এখনো কোনো বিবৃতি আসেনি।
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা থামেনি, বরং তা যেন আরও জোরদার হয়েছে।
চলমান সময়/২৪জুন/পিএস