20.5 C
New York
Sunday, July 6, 2025
spot_img

যেসব লক্ষণে দেখা দেবে লিভারে পানি

চলমান সময় ডেস্ক
আপনার শরীরে কোনো সমস্যা দেখা দিলে তা কীভাবে বুঝবেন। কিংবা লিভারে পানি জমলে সেটির লক্ষণ কী তা বুঝবেন কীভাবে। আর লিভারে পানি জমলে শরীরে নানা লক্ষণ দেখা যায়। আর ওই সমস্যার প্রাথমিক লক্ষণগুলো যদি বোঝা যায়, তাহলে তা গুরুতর হওয়ার আগেই সমাধান করা সম্ভব। তবে অনেকেই এ সমস্যা হলে তা উপেক্ষা করে চলেন। যার কারণে সমস্যা অনেক বেড়ে যায়।

লিভার আমাদের শরীরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্তকে পরিষ্কার করে এবং হজম প্রক্রিয়াকেও উন্নত রাখে। সে কারণে যদি লিভারে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে শরীরের পুরো সিস্টেম বদলে যায়। আপনার অস্বস্তি লাগবে, কোনো কিছুই ভালো লাগবে না। এমনকি শরীরে নানা সমস্যা দেখা দেবে। কিন্তু এরপরও অনেকেই লিভারের সমস্যাগুলোকে উপেক্ষা করে চলেন।

অথচ দেখা যায়, বেশিরভাগ মানুষই ফ্যাটি লিভারে আক্রান্ত। যেহেতু এ সমস্যা সাধারণ হয়ে গেছে, তাই কিছু মানুষ এটিকে সামান্য কিছু মনে করে গুরুত্ব দেন না। আর এই ছোট সমস্যাটির কারণে অনেক সময় বড় বিপদ হতে পারে আপনার। আর এ জন্য অনেক মানুষ লিভারে পানি জমার সমস্যার সম্মুখীন থাকার পরও অবহেলা করে চিকিৎসকের কাছে যান না। এর ফলে জীবনে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হয়। কিন্তু তা এড়িয়ে চলা কখনই উচিত নয়।

চলুন জেনে নেওয়া যাক— লিভারে পানি জমার লক্ষণগুলো কি

সাধারণত লিভারে পানি জমলে পেটের আকারে পরিবর্তন দেখা যায়। প্রায়শই এ সমস্যার কারণে ফোলাভাব কিংবা পেট ফোলা মনে হয়। আর ফ্লুইড রিটেনশনের কারণে দ্রুত ওজন বাড়তে থাকে। সেই সঙ্গে দেখবেন, যখন লিভারে পানি জমে থাকে, তখন পেটে চাপ ও ব্যথা কিংবা ভরা অনুভব হয়। আর ফ্লুইডের জমা হওয়া ডায়াফ্রামের ওপর চাপ দিতে পারে, যার ফলে শ্বাস নিতে অসুবিধা হয়। আর ফ্লুইড জমলে তাড়াতাড়ি পেট ভরা মনে হয় এবং খিদে কমে যায়। সে কারণে শরীরে ক্লান্তির অনুভূতিও হতে পারে। এ ছাড়া লিভারে পানি জমলে বমি, বুক জ্বালা ও গোড়ালি কিংবা পায়ের নিচের দিকে ফোলাও হতে পারে।

চলমান সময় ডেস্ক/২৪জুন/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর