28.7 C
New York
Sunday, July 6, 2025
spot_img

রাজধানীর ঐতিহ্যবাহী হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসনি দালান থেকে শিয়া সম্প্রদায়ের শোকাবহ তাজিয়া মিছিল শুরু হয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় এই মিছিল বের হয়। পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের নিরাপত্তা বলয়ে ঘেরা মিছিল ঘুরে বেড়াচ্ছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক।

তাজিয়া মিছিলটি হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে।

মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশকে কালো পোশাক পরে কাঁধে নিশান, হাতে প্রতীকী ছুরি, আলাম, বেস্তা ও বইলালাম বহন করতে দেখা যায়। শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের আবহে মুখর ছিল পুরো পরিবেশ।

হোসেনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিলের আয়োজক হোসেনি দালান ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য মীর জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, ‘কয়েক শ বছর ধরে এই মিছিল হয়ে আসছে। এই শোক মিছিলের মাধ্যমে সব যুগের মানুষকে কারবালার নির্মম ঘটনা সম্পর্কে অবহিত করা হয়।’

সরেজমিনে দেখা যায়, তাজিয়া মিছিলে অংশ নেওয়া তরুণেরা কালো পোশাক পরেছেন, যা শোক প্রকাশের প্রতীক। মিছিলে অনেকের হাতে ছিল নিশান, আলম, দুলদুল ঘোড়া। মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে বকশীবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে।

মিছিলে যে পথ দিয়ে জনস্রোত অগ্রসর হচ্ছে, সে পথের শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, তাজিয়া মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।ঢাকার রেস্তোরাঁ

আশুরা মুসলিম উম্মাহর জন্য শোকাবহ দিন। হিজরি ৬১ সালের ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) শাহাদাত বরণ করেন। সেই ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা প্রতিবছর আশুরার দিন তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।
চলমান সময়/৬জুলাই/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর