16 C
New York
Monday, September 1, 2025

রেলস্টেশনেই কুপিয়ে হত্যা করলো প্রাক্তন প্রেমিকাকে, প্রেমিক আটক

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শ্যামলী (৩০) নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিককে ঘটনাস্থল থেকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ বলছে, কথা কাটাকাটির জেরে প্রাক্তন প্রেমিক সুজন, প্রেমিকা শ্যামলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। সম্পর্কের অবনতির কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চত করে বলেন, সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, কথা কাটাকাটির জেরে প্রাক্তন প্রেমিক সুজন ফুসলিয়ে শ্যামলীকে রেল স্টেশনে নিয়ে আসে। তারপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরপরই অভিযুক্ত প্রেমিক ‍সুজনকে আটক করা হয়েছে।

সূত্র বলছে, নিহত নারী শ্যামলীর বাড়ি নাটোর জেলায়। আটক সুজনের বাড়ি পাবনা জেলায়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। শ্যামলী আজিমপুর এলাকায় বসবাস করতেন।

রেলওয়ে কমলাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ গণমাধ্যমকে জানান, রাত ১১টার দিকে তারা খবর পান রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের কাছে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে এক নারীকে কুপিয়ে আহত করেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

চলমান সময়/২৬জুলাই/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর