24.2 C
New York
Monday, September 1, 2025

জুলাই সনদের দাবি

শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধাদের অবস্থান, যান চলাচল বন্ধ

জুলাই সনদের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেছেন ‘জুলাই যোদ্ধারা’। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে তারা শাহবাগে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকার যান চলাচলে স্থবিরতা নেমে আসে।

লাল-সবুজ পতাকা হাতে শতাধিক আন্দোলনকারী ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন। আন্দোলনকারীদের দাবি, বহুবার অনুরোধ করা হলেও এখনো জুলাই সনদের কার্যকর ঘোষণা আসেনি। এতে করে শহীদ ও আহতদের পরিবার বিভিন্ন বঞ্চনার শিকার হচ্ছেন।

এক আন্দোলনকারী বলেন, “জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। যতদিন সনদ বাস্তবায়ন না হবে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।”

তারা আরও জানান, বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তব অগ্রগতি হয়নি। এ অবস্থায় বাধ্য হয়ে রাজপথে নেমেছেন তারা। দাবি পূরণ না হলে শাহবাগ মোড়েই অস্থায়ী মঞ্চ স্থাপন করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

এদিকে শাহবাগ মোড়ে বিক্ষোভের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় জাদুঘর, কার্জন হলসহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও সাধারণ পথচারীরা।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং র‍্যাব মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা জানান, পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে, তবে সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
চলমান সময়/৩১জুলাই/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর