24.5 C
New York
Wednesday, July 9, 2025
spot_img

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: প্রেস সচিব

জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বুধবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুকে প্রেস সচিব লেখেন, ‘বিবিসির গভীর অনুসন্ধানভিত্তিক প্রতিবেদনে জুলাই বিদ্রোহে শেখ হাসিনার নির্দেশে শতাধিক শিশুসহ অসংখ্য বিক্ষোভকারীর গণহত্যার যে চিত্র তুলে ধরা হয়েছে, তা বিশ্বজুড়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি আরও জোরালো করে তুলবে। এই গণহত্যার জন্য তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।’

শফিকুল আলম আরও লেখেন, বাংলাদেশের জনগণের ওপর দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে যে দমন-পীড়ন ও হত্যাযজ্ঞ তিনি (শেখ হাসিনা) চালিয়েছেন, তাতে তার এবং তার দ্বারা সংগঠিত ও ব্যবহৃত ঘাতকদের আর কোনো পালানোর পথ নেই।

আজ বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে শেখ হাসিনার ফাঁস হওয়া একটি অডিও বিশ্লেষণের বরাত দিয়ে বলা হয়, আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী্। একজন ঊর্ধ্বতন কর্মর্তার সঙ্গে শেখ হাসিনার ফোনালাপটি হয় গত বছরের ১৮ জুলাই গণভবনে। রেকর্ডটি ফাঁস হয় গত মার্চে।

রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দাবি করা হয় প্রতিবেদনে।

একই সঙ্গে বিবিসিও নিজস্ব উৎস থেকে সত্যতা যাচাই করেছে এই রেকর্ডিংয়ের। এতে কোনো রকম এডিট করার প্রমাণ পাওয়া যায়নি। অডিওটি কৃত্রিমভাবে তৈরির সম্ভাবনাও খুবই কম বলে জানায় বিবিসি।

চলমান সময়/৯জুলাই/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর