11.3 C
New York
Thursday, October 30, 2025

সকাল থেকে আবারও মেট্রোরেল চলাচল স্বাভাবিক

রাজধানীর মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ফার্মগেট এলাকায় হঠাৎ ঝাঁকুনি অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। রাতেই প্রকৌশলীরা বিভিন্ন স্থানে ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করেন।

ডিএমটিসিএলের এক কর্মকর্তা জানান, “ফার্মগেট দুর্ঘটনাস্থলে গঠনগত পরীক্ষা ও যান্ত্রিক পরিদর্শন শেষে বৃহস্পতিবার সকাল থেকে সম্পূর্ণ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে ঐ অংশে ধীরগতিতে ট্রেন চালানো হচ্ছে।”

এর আগে গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে একটি পিলারের সংযোগস্থল থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেলে আবুল কালাম নামে এক পথচারী নিহত হন। ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। পরে ধাপে ধাপে উত্তরা-আগারগাঁও ও মতিঝিল-শাহবাগ অংশে ট্রেন চলাচল চালু হয় এবং ক্ষতিগ্রস্ত বিয়ারিং প্যাড স্থাপনের পর ২৭ অক্টোবর থেকে পুরো রুটে চলাচল স্বাভাবিক হয়।

চলমান সময়/৩০ অক্টোবর/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর