24.8 C
New York
Monday, July 7, 2025
spot_img

সচিবালয়ে দুই ঘণ্টার কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক, চলমান সময়

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে সচিবালয়ের কর্মচারীরা।

আজ বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে এই কর্মবিরতি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে অবস্থান করেন।

এর আগে গতকাল অর্থ মন্ত্রণালয়ের সামনে ব্লকেড কর্মসূচির বিক্ষোভ-সমাবেশ থেকে আজকের কর্মবিরতি ঘোষণা করেছিলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ের ১১ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা সচিবালয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করেন।

গত ২২ মে সরকারি চাকরি আইন ২০২৫ অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়। এটি বাতিলের দাবিতে গত ২৪ মে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। কর্মচারীদের আন্দোলনের মধ্যেই গত ২৫ মে রাতে এ অধ্যাদেশ জারি করে সরকার।

চলমান সময়/২৩জুন/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর