23.6 C
New York
Tuesday, July 15, 2025

সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন

দেশের বিভিন্ন কারাগারে আটক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে আরও ২৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে। সরকার কারা বিধি ৫৬৯ ও ফৌজদারি কার্যবিধি ৪০১(১) এর ক্ষমতাবলে তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে এই মুক্তির আদেশ দেন।

‘টুয়েন্টি ইয়ার্স রুল’-এর আওতায় মুক্তিপ্রাপ্ত এ বন্দিরা প্রত্যেকে কারাগারে ২০ বছর বা তদূর্ধ্ব সময় ধরে সাজা ভোগ করছিলেন। যেসব বন্দির ক্ষেত্রে ‘Twenteen Years Rule’ বা ২০ বছর অতিবাহিত হওয়ার পর শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়ে থাকে, তারই আওতায় তাদের এই মুক্তি প্রদান করা হয়েছে। নতুন করে ২৯ জনের মুক্তির ফলে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১০৭ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দেওয়া হলো। এটি সরকারের পক্ষ থেকে কারাবন্দিদের পুনর্বাসন, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সংশোধনমূলক ব্যবস্থার অংশ হিসেবে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারা সদর দপ্তরের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছেন প্রিজন হেডকোয়ার্টার্সের এআইজি ফরহাদ।

তিনি বলেন, বন্দিরা দীর্ঘদিন কারাবন্দি থাকার পর সংশোধিত হয়ে উঠলে এবং প্রাপ্যতা অনুযায়ী সরকারি বিধান পূরণ করলে মুক্তির সুযোগ দেওয়া হয়। মানবিকতা ও ন্যায়বিচারের আলোকে এবারের ২৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
চলমান সময়/১৩জুলাই/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর