23.6 C
New York
Monday, July 7, 2025
spot_img

স্লিপে দাঁড়িয়ে নিলেন ২১০ ক্যাচ, ছুঁলেন দ্রাবিড়কে

খেলার সময় ডেস্ক, চলমান সময়

ইংল্যান্ডের ব্যাটার জো রুট আবারও প্রমাণ করলেন কেন তাকে আধুনিক টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা বলা হয়। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সোমবার, হেডিংলিতে চতুর্থ দিনে তিনি গড়লেন নতুন এক কীর্তি— এক বিশ্বরেকর্ডে রাহুল দ্রাবিড়ের পাশে বসালেন নিজের নাম।

ইংল্যান্ডের হয়ে ফার্স্ট স্লিপে দাঁড়িয়ে জশ টাংয়ের বলে শার্দুল ঠাকুরের ক্যাচটি তালুবন্দি করে রুট টেস্টে ফিল্ডার হিসেবে নিজের ২১০তম ক্যাচটি নেন। এই রেকর্ড এতদিন একা দখলে রেখেছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় এই ২১০টি ক্যাচ নিয়েছিলেন ১৬৪ টেস্টে। কিন্তু রুট সেটা করে ফেললেন মাত্র ১৫৪ ম্যাচে—১০টি টেস্ট কম খেলেই।

এই তালিকায় এখন তৃতীয় অবস্থানে আছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে, যিনি ১৪৯ টেস্টে নিয়েছেন ২০৫টি ক্যাচ। এরপর চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস—দুজনেরই ক্যাচ সংখ্যা ২০০।

বাংলাদেশের কোনো ফিল্ডার এই তালিকার সেরা ৫০-এও নেই। ৭২ টেস্ট খেলে তিনি নিয়েছেন ৪২টি ক্যাচ।

রুট শুধু ক্যাচেই নয়, ব্যাট হাতেও পৌঁছেছেন অনেক দূর। ইংল্যান্ডের সাম্প্রতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে তিনি টেস্টে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এখন তার নামের পাশে রয়েছে ১৫৩ ম্যাচে ১৩,০০৬ রান, গড় ৫০.৮০, সঙ্গে ৩৬টি শতক ও ৬৫টি অর্ধশতক।

এখন তিনি ব্যাটিং রেকর্ডেও দ্রাবিড়কে ছাড়িয়ে যাওয়ার দোরগোড়ায়। দ্রাবিড়কে (১৩,২৮৮ রান) টপকাতে তার দরকার আর মাত্র ২৮৩ রান। ক্যালিসকে (১৩,২৮৯ রান) টপকাতে ২৮৪ রান এবং রিকি পন্টিংকে (১৩,৩৭৮ রান) ছাড়িয়ে যেতে চাই ৩৭৩ রান। চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতেই এই তিনজনকে ছাড়িয়ে যেতে পারেন রুট।

চলমান সময়/২৪জুন/পিএস

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর