19.3 C
New York
Friday, September 5, 2025

হামজা নৈপুন্যে কুপোকাত ভুটান

জিতু চন্দ, চলমান সময়

খেলেছেন মাত্র ৪৫ মিনিট। এর মধ্যেই জয় করেছেন স্টেডিয়ামে উপস্থিত হওয়া হাজার তিরিশেক দর্শকের মন।
দূর্দান্ত ফিনিশিং এর মাধ্যমে দলের প্রথম গোলটিও এসেছে হামজা চৌধুরীর মাথা থেকে।

৫৫ মাসের দীর্ঘ বিরতির পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে যখন ফের জ্বলে উঠল ফ্লাডলাইট, তখন শুধু একখণ্ড আলো নয়—আলোকিত হলো দেশের ফুটবল–আবেগ। ফুটবল ফিরে এসেছে তার তীর্থভূমিতে, আর সেই ফেরার ক্ষণকে স্মরণীয় করে রাখলেন এক ‘নতুন বাংলাদেশি’—হামজা চৌধুরী।
হামজা, হামজা ধ্বনিতে মুখরিত ছিল পুরো স্টেডিয়াম।

সেই পুরোনো দিনের সুর যেন আবার ধ্বনিত হলো ঢাকার আকাশে। ভুটানকে ২-০ গোলে হারিয়ে ফুটবলের নিজ ভূমিতে ফেরার ক্ষণটাও হয়ে থাকল স্মরণীয়।

ম্যাচের মাত্র ৬ মিনিট, কর্নার নিতে এগিয়ে গেলেন জামাল ভূঁইয়া। ভুটানের রক্ষণে খেলোয়াড়দের ভিড়। সেই ভিড়ের মধ্যে হামজা চৌধুরী নামের এক প্রাণপ্রাচুর্যে ভরা লড়াকুর নিখুঁত হেড, বল ছুঁয়ে গেল ভুটানের জাল। সেই সঙ্গে স্টেডিয়ামের বুক কাঁপানো গর্জন—এ যেন বহুদিন পর হারানো কিছু ফিরে পাওয়ার উল্লাস!

ইংল্যান্ডে জন্ম, লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগের রঙিন জার্সি গায়ে চাপিয়ে ৫৭টি ম্যাচে খেলে ক্যারিয়ারের মাত্র একটি গোল করেছেন। বাংলাদেশের হয়ে মাত্র দ্বিতীয় ম্যাচ, আর তাতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন এই মিডফিল্ডার। জাতীয় দলের জার্সিতে পেলেন নিজের প্রথম গোল।
গোল হজম করে কেমন যেন দিশেহারা ভুটান। আর গ্যালারিতে এক অন্য রকম উন্মাদনা। মাঠে বাংলাদেশ আক্রমণাত্মক, আত্মবিশ্বাসে টইটম্বুর। ৩২ মিনিটে অভিষিক্ত ফাহামিদুল ইসলাম বাঁ দিক দিয়ে দৌড়ে গিয়ে ভয় ধরিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষ রক্ষণে। তাঁর শট ফিরিয়ে দিলেন গোলকিপার।

কিছুক্ষণ পর জামালের শটও ঠেকালেন তিনি। তবে বল দখল, গতি ও আগ্রাসনে এগিয়ে ছিল স্বাগতিকেরা। ভুটান প্রতি আক্রমণে চেষ্টা করেছে। কিন্তু তা যথেষ্ট ছিল না বাংলাদেশকে বিপদে ফেলতে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

যোগাযোগ রেখো

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

এ সম্পর্কিত খবর