এই প্রসঙ্গে রেসি বলেন, ২০১৮ সালে ‘রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছিলাম রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায়। যেটি মেয়েদের জন্যই করা হয়েছিল। এরপর সেখানে ছেলেরা প্রায়ই ফোন দিতেন। আর অনুরোধ করতেন, তাদের জন্যও যেন একটা সেলুন খোলা হয়। ভেবে দেখলাম, ব্যাপারটা মন্দ নয়। তাই ছেলেদের জন্য পার্লারটি খুলেছি।
এদিকে গেল রোববার (৩০ আগস্ট) বনশ্রী এলাকাতেই ছেলেদের ওই বিউটি সেলুনটির উদ্বোধন করা হয়। রেসি জানান, আমার এই পার্লারে ছোটদের জন্যও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।
Leave a Reply