শেষ হলো কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে মাসব্যাপী চলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও দেশের জাতীয় খেলা হাডুডু টুর্ণামেন্টের ফাইনাল। খেলা দেখতে এলাকার মানুষের উপচে পড়া ভীড়ই প্রমান করে এ খেলাটি এখনো গ্রামীন মানুষের কাছে কতটুকু জনপ্রিয়। প্রচুর ভীড়ের কারনে অনেকে খেলা দেখতে না পারার আক্ষেপও করেছেন।
মঙ্গলবার(২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় নওদাবশ গ্রামের মাস্টারপাড়া চৌমুহনি বাজার তরুণ সংঘ কর্তৃক আয়োজিত এ টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
নাইট টুর্নামেন্টের এ ফাইনাল খেলায় আটিয়াবাড়ী হাডুডু দল ও দাসিয়ারছড়া হাডুডু দল অংশগ্রহণ করে। ৮০/৩৬ পয়েন্টে আটিয়াবাড়ি দল বিজয় অর্জন করে। খেলা শেষে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খয়বর আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরকার মনোয়ার পাশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, বড়ভিটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেন প্রামানিক, ওই ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান দুলু, ইউপি সদস্য মজিবর রহমান, সাবেক ইউপি সদস্য মমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply