নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মীর জাহিদুল হক রণি।
শুক্রবার( ২৭ নভেম্বর) রাতে তিন এ থানায় যোগদান করেন। এ সময় থানায় কর্মরত সকল অফিসারগণ তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। তিনি সদ্য বদলি হওয়া ওসি মো: আরিফুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৩ ব্যাচের এ কর্মকর্তা এর আগে তাঁর মেধা ও যোগ্যতা দিয়ে সফলতার সহিত নোয়াখালী সদর ও রাঙ্গামাটি সদর থানায় অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামের বাড়ি ফেনী জেলায়।
যোগদানের পর তিনি “চলমান সময়কে” জানান, মাননীয় আইজিপি ও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। তাছাড়া ডাকাত ও ডাকাতি নির্মূলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সীমান্ত চেকপোষ্ট গুলোতে তদারকি বৃদ্ধি করা হবে। তিনি বলেন, কোম্পানীগঞ্জ থানা এলাকা একটি উপকূলীয় এলাকা এবং দাগনভূঞা, সোনাগাজি, কবিরহাট, সূবর্ণচর ও সন্দ্বিপ থানা এলাকার সীমান্ত ঘেঁষা। এ কারনে আমাদেরকে একটু বেশী সতর্ক থাকতে হবে। বহিরাগত অপরাধীরা যাতে করে এ এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
Leave a Reply