ঢাকা-১৩ সংসদীয় আসনের বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে মোহাম্মদপুরের রায়েরবাগে এ কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বিএনপি।
রোববার (২০ ডিসেম্বর) রাতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই এলাকার তিন-শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা।
এ সময় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, মোহাম্মদপুর থানার সভাপতি মোঃ শাহজাহান, সিনিয়র ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইউসুফ, বিএনপি নেতা জামাল উদ্দিন টুয়েল, আদাবর থানার সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, নাসির উদ্দিন, মহিলা দলের জান্নাতসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী জানায়, ‘মহামারি করোনার মধ্যে আজকে সারাদেশে শীত জেঁকে বসেছে।তার ওপর ক্ষমতাসীনদের দুর্নীতি ও দুঃশাসনে মানুষ আজ অতিষ্ঠ। প্রচণ্ড শীতে অসহায় দরিদ্র মানুষ খুবই কষ্টে দিনাতিপাত করছেন। অনেকেই আশ্রয়হীন ফুটপাতে কোনোমতে রাত যাপন করছেন। বিএনপি জনকল্যাণমূলক কাজে বিশ্বাসী। সবসময় জনগণের পাশে ছিলো এখনো আছে। বিএনপি করোনার সময় দেশের অসংখ্য মানুষকে দলমত নির্বিশেষে সহায়তা করেছে। তারই অংশ হিসেবে আজকে রায়েরবাগে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।’
Leave a Reply