জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নোয়াখালীর কৃতি সন্তান, নোয়াখালী-৫ আসনের সাংসদ, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে “উন্নয়নের আলোকবর্তিকা” বললেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।
ওবায়দুল কাদেরের জন্মদিন উপলক্ষ্যে তিনি দৈনিক চলমান সময়-এ পাঠানো এক শুভেচ্ছা বার্তার মাধ্যমে ওবায়দুল কাদেরের ভূয়শী প্রশংসা করে এ মন্তব্য করেন।
মিজানুর রহমান বাদল বলেন, ওবায়দুল কাদের আমাদের গর্ব। সারাদেশে আমরা তাঁর পরিচয়ে আজ পরিচিত। উনার মতো প্রজ্ঞাবান রাজনৈতিক নেতা আছে বলেই আজ আমরা সম্মানিত হচ্ছি।
শুভেচ্ছা বার্তায় বাদল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও সঠিক পদক্ষেপ গুলোকে সুচারুরূপে কাজে লাগিয়ে সারাদেশে ওবায়দুল কাদের উন্নয়ন কর্মকান্ডে যে ভূমিকা রেখেছেন তা এক কথায় অকল্পনীয়। জননেত্রী শেখ হাসিনার সূদুর প্রসারী চিন্তাভাবনা, দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাস এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে দৃঢ় প্রত্যয় তা বাস্তবায়নে ওবায়দুল কাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। দেশের মেঘা প্রজেক্টগুলো মাননীয় প্রধানমন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমেই বাস্তবায়িত করছেন।
নোয়াখালী জেলা ও চট্টগ্রাম বিভাগের সাবেক এ শ্রেষ্ঠ চেয়ারম্যান বলেন, সারা দেশের ন্যায় আমাদের নোয়াখালীতে ওবায়দুল কাদের যে উন্নয়ন করেছেন এবং যেসকল উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে তা স্বাধীনতা পরবর্তী সময়ে আর কেউ করতে পারেনি। অন্য কেউ করতে পারবে বলে মনেও হয়না।
অবকাঠামো উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য একজন ওবায়দুল কাদের প্রয়োজন ছিল। সৃষ্টিকর্তা সেই মানুষটিকে পাঠিয়েছেন আমাদের জন্য।
আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। জন্মদিনে সৃষ্টিকর্তার কাছে ওবায়দুল কাদেরের জন্য এটাই আমার চাওয়া। বেঁচে থাকুন প্রিয় নেতা হাজার বছর।
Leave a Reply