প্রতিক বরাদ্দের পূর্বে নির্বাচনী এলাকায় প্রচারণা ও মাইক ব্যবহারের অভিযোগে চৌমুহনী পৌরসভায় আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আক্তার হোসেন ফয়সলকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল আলম বুধবার (৬ জানুয়ারী) এই নোটিশ প্রদান করেন। নোটিশে আগামী দুই দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়। অন্যথায় নির্বাচন বিধিমালা, ২০১৫ এর ৩১ ও ৩১ বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়।
এ ব্যপারে আক্তার হোসেন ফয়সল বলেন, যেহেতু আমার জন্মস্থান হাজীপুর এলাকায় সেহেতু শত শত নারী-পুরুষ আমাকে দোয়া করার জন্য এসেছে। আমি ঐ দিন কোন প্রকার মাইক ব্যবহার করিনি। তাই নির্বাচন বিধি লঙ্ঘনের প্রশ্নই উঠেনা। প্রতিপক্ষ প্রার্থীরা আমাকে নানাভাবে সমস্যায় ফেলতে নির্বাচন অফিসে মিথ্যা তথ্য দিচ্ছে। তবে নির্বাচন অফিসকে সম্মান ও সন্তোষজনক জবাব পাঠাবো।
উল্লেখ্য, চৌমুহনী পৌরসভায় ১০ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ১১ জানুয়ারী প্রতিক বরাদ্দ এবং ৩০ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply