বাঘায় ২শ বোতল ফেন্সিডিলসহ সবার আলী(৩০) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার(৮ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় তাকে আটক করা হয়।
আটক সবার আলী(৩০) নাটোরের বিলমারিয়ার লালপুরের মো: মজির উদ্দিনের ছেলে।
বাঘা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা পলাশী ফতেহপুর চর এলাকায় অভিযান চালিয়ে ২শ বোতল ফেন্সিডিলসহ সবার আলীকে(৩০) আটক করে। এসময় তার সাথে থাকা একটি জিংফু মোটর সাইকেলও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ সবার আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার(৮ই জানুয়ারি) আদালতে পাঠিয়েছে পুলিশ।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম বলেন, বাঘা থানার এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি মেনে বাঘা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদনা: প্রশান্ত সুভাষ চন্দ, চীফ রিপোর্টার।
Leave a Reply