নোয়াখালীর কোম্পানীগঞ্জে এই প্রথম চোখ ধাঁধানো ডিজাইনে নির্মিত হচ্ছে “মেট্রো টাওয়ার”।
উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড হাসপাতাল রোডের ইসলামিয়া ফাজিল মাদরাসার সামনে অত্যাধুনিক এ শপিংমলটি নির্মিত হচ্ছে।
প্রায় ১৫ শতাংশ ভূমির উপর নির্মাণাধীন এ টাওয়ারে লিফট, শীতাতপ নিয়ন্ত্রনের ব্যবস্থা, নিরাপত্তায় সিসি ক্যামেরা ও নিরাপত্তা প্রহরীসহ থাকছে আধুনিক সকল সুযোগ সুবিধা।
মেট্রো গ্রুপের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলাম এ শপিংমলটি নির্মাণ করছেন।
জানা গেছে, শপিংমলের নীচ তলায় থাকবে মার্কেট, দোতলা ও তৃতীয় তলায় থাকবে চিকিৎসা সেবার সর্বাধুনিক সুযোগ সুবিধা নিয়ে তাঁরই একটি প্রতিষ্ঠান “মর্ডান হাসপাতাল”। চতুর্থ তলা থেকে উপরের দিকে থাকবে বিভিন্ন কোম্পানী ও ব্যক্তিগত প্রতিষ্ঠানের জন্য অফিস স্পেস।
ইতিমধ্যে নীচতলার শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটের দোকান বুকিং শুরু হয়েছে। আগ্রহীদেরকে ০১৮১৫৯২৭৯১৫ নাম্বারে যোগাযোগের জন্য বলা হয়েছে।
Leave a Reply