বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা, ময়মনসিংহ মহানগর শাখার আয়োজনে অনুমোদিত প্রকল্প-০০১ যানবাহন এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার(২৩ জানুয়ারী) বেলা ১১ টায় এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার মহানগর শাখার সভাতি মো: আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন সৈনিক দেশপ্রেমিক, একজন সৈনিক সততা নিয়ে কাজ করেন, একজন সৈনিক অন্যায়কে প্রশ্রয় দেননা।
মেয়র প্রাক্তন সৈনিকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার মাধ্যমে আপনারা যে প্লাটফরম করেছেন তা দ্বারা নিজেদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছেন। এ অভিজ্ঞতাটুকু যদি আমরা ব্যবহার করতে পারি তবে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, সামজিক অন্যায় ও অবক্ষয় দূর করে সমাজকে আরো সুন্দর করা সম্ভব।
বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন ও উৎকর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা প্রসঙ্গে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সেনাবাহিনীর জন্য অনেক কল্যাণকর সিদ্ধান্ত দিয়েছেন, একজন সৈনিক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত তিনি মূল্যায়ন করেছেন।
মেয়র মোঃ ইকরামুল হক টিটু বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার অনুমোদতি প্রকল্প-০০১ যানবাহনের সফলতা কামনা করেন এবং প্রত্যাশা করেন এ প্রকল্প দেশের বিনিয়োগ এবং আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ মঞ্জুর কাদের (এএফডাব্লিউসি), কর্ণেল মোঃ শামসুল ইসলাম (পিএসসি) ও সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: নিয়াজ মোর্শেদ প্রমুখ।
সম্পাদনা: প্রশান্ত সুভাষ চন্দ, চীফ রিপোর্টার।
Leave a Reply