নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতাকে হত্যার হুমকী দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার(২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে সাতটায় মোবাইল ফোনে এ হুমকী দেয়া হয়েছে।
হুমকী প্রাপ্ত ওই আওয়ামী লীগ নেতার নাম মাষ্টার শেখ আব্দুল্লাহ। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শেখ আব্দুল্লাহ জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় আমার ব্যবহৃত ০১৮২৩০১২৫৮৪ নং মোবাইল নম্বরে ০১৮১৫৫১০৬১৪ নং মোবাইল থেকে একটি ফোন আসে। আমি বার বার ফোন দাতার পরিচয় জানতে চাওয়ার পরও সে নিজের পরিচয় না দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও এলাকায় ফিরলে হত্যার হুমকি দেয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি সে কোম্পানীগঞ্জের অপরাজনীতির হোতা কাদের মির্জার ক্যাডার মুছাপুর ইউনিয়নের মরহুম মুক্তিযোদ্ধা নূর নবী কমান্ডারের ছেলে খান সাব।
এ বিষয়ে কোন আইনগত সহায়তা নিচ্ছেন কিনা জানতে চাইলে শেখ আব্দুল্লা বলেন, আমি বর্তমানে ব্যবসায়িক কাজে ঢাকার বাহিরে থাকার কারণে দ্রুত এলাকায় ফেরা সম্ভব হচ্ছে না । আমার ব্যস্ততা শেষ হওয়ার পর অতি দ্রুত কোম্পানীগঞ্জে ফিরে আইনের আশ্রয় নেবো।
উল্লেখ্য, নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জার অপরাজনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনে শেখ আব্দুল্লাহ একজন সম্মুখ সারির নেতা।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধারনা কাদের মির্জার বিরুদ্ধে আন্দোলন করায় তিনি এ হুমকী শিকার হয়েছেন।
অভিযোগ বিষয়ে জানতে খান সাব এর মোবাইলে কয়েকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, এ সংক্রান্তে আমি কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply