ফেনীর সাবেক সাংসদ জয়নাল হাজারী থেকে অস্ত্র আনার হুমকী দিলেন নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। কাদের মির্জা তার প্রতিপক্ষ আ’লীগ নেতাদের উদ্দেশ্য করে এ হুমকী দিয়েছেন।
শনিবার (৩ এপ্রিল) বিকেলে বসুরহাট পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের রামদী গ্রামে প্রতিপক্ষের দেয়া মামলায় আসামি হওয়া তার অনুসারীদের সাথে দেখা করতে গিয়ে স্থানীয় শেখ রাসেল স্মৃতি সংসদে সংক্ষিপ্ত আলোচনায় এ কথা বলেন।
কাদের মির্জা তার কিছু অনুসারীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ভয় পাবেন না। ওরা (প্রতিপক্ষ) অস্ত্র নিয়ে আসলে অস্ত্র কি আর কারো কাছে নাই? এখানে নিজাম হাজারীর অস্ত্র আসলে জয়নাল হাজারীর অস্ত্রও আসবে।
কাদের মির্জা বলেন, আমি আওয়ামী লীগ করিনা। আমি বঙ্গবন্ধুর দল করি, শেখ হাসিনার দল করি। ইতোমধ্যে শেখ হাসিনার সাথে আমার ৩ বার কথা হয়েছে। উপরে আল্লাহ আছে আমি মিথ্যা কথা বলতে পারবো না।
তিনি বলেন, উনি (শেখ হাসিনা) আমাকে চুপ থাকতে বলায় আমি শান্ত আছি। তা না হলে আমি কি রবীন্দ্র সংগীত গাইতাম? আমার কি জয়নাল হাজারী নাই, আমার এ দিকে কি কোনো লোক নাই?
কাদের মির্জা তার অনুসারীদের বলেন, ভয় পাবেন না, সবে যাওয়া শুরু হয়েছে। তাদের (প্রতিপক্ষের) দালাল চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে (আহমদ হোসেন) ইতোমধ্যে বাদ দেয়া হয়েছে। উপর থেকে নীচ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে।
তিনি বলেন, সেদিন (৮ মার্চ অফিস উদ্বোধনের সময়) খিজির হায়াত খান (উপজেলা আ.লীগ সভাপতি) রাহাত (ভাগিনা) ও কচিকে (ছাত্রীলীগের সাবেক সভাপতি) আমার লোকজনের হাত থেকে বাঁচানো আমার অপরাধ হয়েছে। আর বাঁচাবো না। সেদিন না বাঁচালে আজ তারা এসব (বিরোধিতা) করতে পারতো না। এটা আমার চরম ভুল হয়েছে।
Leave a Reply