যুক্তরাষ্ট্রে বসবাসরত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন’র ২য় ইফতার ও দোয়া মাহ্ফিল এবং সদস্য চাঁদা সংগ্রহ অনুষ্ঠিত।
সোমবার (৩ মে ২০২১ইং যুক্তরাষ্ট্র সময়) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রোকলীনে ওজোনপার্ক এলাকায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করে বর্তমান কার্যকরী কমিটি উক্ত অনুষ্ঠানে এসোসিয়েশনের বিপুলসংখ্যক সদস্য স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপদেষ্টা জনাব ইউসুফ জসীম এবং স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি জনাব আরজু হাজারি।
আগত অতিথিদের মধ্যে বর্তমান কার্যকরী কমিটি ও সাবেক কার্যকরী কমিটির সদস্যবৃন্দ সহ বর্তমান ট্রাস্টি বোর্ডের সদস্য ও উপদেষ্টাগন এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আট জন নতুন সদস্য নিবন্ধন করে এবং ছয় হাজার ডলারের ও বেশী বকেয়া চাঁদা সংগ্রহ করা হয়।
ইফতার পরবর্তী কার্যকরী কমিটি, ট্রাষ্টি বোর্ড এবং উপদেষ্টাদের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় এসোসিয়েশনকে আরো গতিশীল এবং গনমুখী ও এসোসিয়েশনের বর্তমান পরিস্থিতি সদস্যদের অবহিত করার প্রয়াসে ঈদুল ফিতর এর পরে সকল সম্মানিত সদস্যদের নিয়ে ঈদ-পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করার আশ্বাস দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করে।
Leave a Reply