1. mizanurrahmanbadol2@gmail.com : Chaloman Shomoy : Chaloman Shomoy
  2. arasif1989@gmail.com : jony :
  3. mashiur2k@gmail.com : mashiur :
  4. trustit24@gmail.com : Admin panel : Admin panel
  5. chalomanshomoy@gmail.com : Polash News : Polash News
  6. info@chalomanshomoy.com : suvash :
করোনা মোকাবিলায় সর্বদলীয় রাজনৈতিক ঐক্য চায় জাপা - চলমান সময়
June 9, 2023, 5:26 am

করোনা মোকাবিলায় সর্বদলীয় রাজনৈতিক ঐক্য চায় জাপা

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, জুলাই ১৭, ২০২১
  • 590 Time View

দেশের সব রাজনৈতিক দলের সমন্বয়ে ঐক্যবদ্ধ উপায়ে করোনা ভাইরাস মোকাবিলার আহ্বান জানিয়েছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। দলটির দাবি, করোনার সংক্রমণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে ও পরিস্থিতির অবনতি হচ্ছে, সেক্ষেত্রে সর্বসম্মত উপায়ে এই বিপদ মোকাবিলা করা দরকার।

শুক্রবার (১৬ জুলাই) কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় দলটির চেয়ারম্যান জিএম কাদের এসব কথা জানান। হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব সংহতি এ সভার আয়োজন করে।

জিএম কাদের জানান, ‘বৈশিক মহামারি করোনা কোনও ছোট বিষয় নয়, সারা পৃথিবী ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করছে। বাংলাদেশেও সম্মিলিতভাবে করোনা মোকাবিলা করতে হবে।’ তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সকল রাজনৈতিক দল, সকল এনজিও এবং পেশাজীবীদের নিয়ে করোনা মোকাবিলা করুন।’

সভায় জিএম কাদের বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারকে চিঠি দিয়েছে জাতীয় পার্টি। তিনি বলেন, ‘জাতীয় পার্টির পক্ষ থেকে সরকারকে চিঠি দিয়ে বলা হয়েছে, করোনা মোকাবিলায় আমরা সরকারের যেকোনও কর্মকাণ্ড সফল করতে আগ্রহী।’

পরে চিঠির বিষয়ে জানতে চাইলে শুক্রবার রাতে জিএম কাদের বলেন, ‘আমরা প্রায় বছরখানেক আগে চিঠি দিয়েছিলাম সরকারকে। করোনা ভাইরাস যেভাবে ক্রাইসিস সৃষ্টি করেছে, তাতে তা সর্বদলীয় ঐক্যের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব। প্রত্যেক দল থেকে প্রতিনিধি নিয়ে এই প্রক্রিয়াটি সামনে আনা যেতে পারে। তবে সবকিছুই সরকারের ওপরে নির্ভর করছে।’

জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচএম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে এবং জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন— জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুইয়া।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *